কাল থেকে শুরু ঢাবি নাট্য সংসদের ৪র্থ নাট্যোৎসব ২০২২

58
শেয়ার করুন

শাহাবুদ্দিন বিজয়::

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের আয়োজনে কাল থেকে শুরু হচ্ছে “৪র্থ ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ নাট্যোৎসব ২০২২”। দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের অংশগ্রহণে এই আয়োজন চলবে ৩ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত।

নাট্য উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের মডারেটর অধ্যাপক ড. আহমেদুল কবির।

নাট্যোৎসব সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি দিগার মো: কৌশিক ডিইউ টাইমজকে বলেন, “প্রথমবারে মতো আমরা দেশের আটটি বিভাগের সাতটি বিশ্ববিদ্যালয়ের নাট্যদল নিয়ে এই আয়োজন শুরু করছি। সারা দেশে যারা থিয়েটার চর্চা করছে তাদের মাধ্যমে আমরা চাই সারাদেশে সুষ্ঠু ধারার সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে পড়ুক। আমরা মনে করি মঞ্চই মুক্তির পথ। মঞ্চ চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মননশীলতার বিকাশ হোক, যাতে শিক্ষার্থীদের নৈতিক স্খলনের মধ্য দিয়ে কোনো শিক্ষককে লাঞ্ছিত হতে না হয়।”

চলতি উৎসবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রণন দলের প্রযোজনায় “বন্দি বিবেক”, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের “ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল”, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রঙ্গপিঠ দলের “আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা”, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমর্থক রেপার্টরি দলের “জেরা-দ্যা ইন্টারোগেশন”, বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের “অবরুদ্ধ ১৪ বছর” ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমির “কিত্তনখোলার কিচ্ছা” প্রদর্শিত হবে।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের প্রযোজনায় সংগঠনটির সভাপতি দিগার মো: কৌশিকের নির্দেশনায় মঞ্চস্থ হবে মুনীর চৌধুরীর নাটক “কবর”। তাছাড়া নাট্য সংসদের সহ-সভাপতি লিপ্টন ইসলামের নির্দেশনায় মঞ্চস্থ হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে “বিলাসী”।


শেয়ার করুন

LEAVE A REPLY

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Please enter your comment!
Please enter your name here