শতবর্ষ বৃত্তি পেলেন ঢাবি’র ৪১ শিক্ষার্থী

5
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৪১জন মেধাবী শিক্ষার্থীকে ‘কলা অনুষদ শতবর্ষ ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ১১ নভেম্বর ২০২৪ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী-এর সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় অনুষদের সাবেক ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা মেধার স্বীকৃতি পেয়েছে। এতে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। তিনি বলেন, কলা ভবনের ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং দেশ ও জাতির ইতিহাস একসূত্রে গাঁথা। কলা অনুষদের গৌরবময় ইতিহাস স্মরণে রেখে শিক্ষার্থীদের সমাজের জন্য কাজ করতে হবে।

বৃত্তি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের মহিবুল্লাহ খান রাব্বি, শারমিন শান্তি ও কবিতা আক্তার মিম, ইংরেজী বিভাগের ফারিয়া আক্তার ফিমা, মোছা. সুমনা খাতুন ও নাইমুর রহমান, আরবি বিভাগের আরিফুর রহমান, মো. ইমরান হোসেন ও মুন্তাসির আহমাদ মুয়াজ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বৃষ্টি আক্তার ও মনিরুল শেখ, উর্দু বিভাগের মনিষা খাতুন ও মো. হাবিবুল্লাহ মুসকান, সংস্কৃত বিভাগের আসমাউল হোসনা আশা ও মো. মাহমুদুল হাসান, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের বৃষ্টি বড়ুয়া ও কনিকা রানী রায়, ইতিহাস বিভাগের মো. হাসিবুর রহমান শুভ, মো. আব্দুস সালাম ও সামিয়া তাসনিম সুভী, দর্শন বিভাগের অন্তরা দে, ফয়সাল আহাম্মদ ভূইয়া ও মো. ইমাম হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের মিস সিনথিয়া পারভীন, পিংকি বেগম ও হৃদয় বেপারী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শাহাজাদী রত্না, আক্কাস আলী সাবিদ ও সুলতান আহমেদ, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মো. নাজিম উদ্দীন ও স্বপ্না আক্তার, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তাহিয়া তাসনিম ও জয়া কস্তা, ভাষা বিজ্ঞান বিভাগের নুসরাত জাহান ও সৌরভ বসু, সংগীত বিভাগের অর্পিতা পাত্র মালতী ও নুরেজান্নাত আফরিস, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অত্রি ভট্টাচার্য্য হিয়া ও ফারহানা আক্তার এবং নৃত্যকলা বিভাগের আমিনা আখতার ও সাবরিনা মেহজাবিন পারিশা।


শেয়ার করুন

LEAVE A REPLY

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Please enter your comment!
Please enter your name here