ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকান্দের ১৬২ তম জন্মোৎসব উৎযাপিত

68

শ্যামেন্দু শ্যামাপ্রসাদ//


বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মোৎসব।

১২ জানুয়ারি ২০২৫, রোজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন হয়। দিবাগত রাত ১২ টা ১ মিনিটে জগন্নাথ হলে দণ্ডায়মান স্বামী বিবেকানন্দের ভাস্কর্যে প্রদীপ প্রজ্জ্বলন এবং পুষ্পস্তবক অর্পণ করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্যবৃন্দ।

বিকাল চারটায় অনুষ্ঠিত হয় এই আয়োজনের ২য় পর্ব, যেখানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাপস কুমার বিশ্বাস, সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. কালিদাস ভক্ত এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ এবং এর শাখা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের সম্মানিত সভাপতি ড. পরিতোষ মণ্ডল, স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক সমীর কুমার বিশ্বাস। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক প্রণয় বাড়ৈ এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক নোবেল চন্দ্র রায়। অনুষ্ঠানের শুরুতেই বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বার্ষিক পত্রিকা “জ্ঞানদীপ”- এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জগন্নাথ হলের কর্মচারীদের শীত বস্ত্র প্রদান এবং জগন্নাথ হলের কর্মচারীদের সন্তানদের শিক্ষা উপকরণ প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিবেকানন্দ বৃত্তি প্রদান এবং মিরনজিল্লা সিটি কলোনিতে অবস্থিত বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত “বিবেকানন্দ বিদ্যালয়”- এর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here