ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ক্লা‌বের নতুন ক‌মি‌টি গ‌ঠিত

75

সা‌দিয়া ইসলাম মৌ, উ‌ম্মে হা‌বিবা তিশা এবং সোহানা আক্তার রিয়া::

ভাষার মাসে ভাষাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ ফেব্রুয়ারি বুধবার গঠিত হ‌লো ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ক্লা‌ব। এ ক্লা‌বের অধী‌নে প্রাথমিক পর্যায়ে মোট ১৩টি ভাষা নি‌য়ে কার্যক্রম চল‌বে। ভাষাগুলো হলো বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফারসি, পালি, সংস্কৃত, হিন্দি, জার্মানি, কোরিয়ান, তুর্কি, জাপানিজ ও চাইনিজ।

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে পৃথিবীর সকল ভাষার প্রতি সম্মান প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রববানীর পৃষ্ঠ‌পোষকতায় ২৫ সদস্যের কমিটি গঠনের মাধ্যমে ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রববানী ব‌লেন, ”মনের ভাব প্রকাশ করতে চাওয়া মানুষের সহজাত বৈশিষ্ট্য। এই প্রকাশ করতে চাওয়া থেকেই ভাষার সৃষ্টি। ভাষার কোনো দেশ নেই, সীমা নেই, নেই কোনো বর্ণ, ধর্ম, গোত্র। ভাষা সার্বজনীন। আরব দেশগু‌লো‌তে মুস‌লিম, ইয়াহুদী, খৃষ্টান সবাই আরবিতে কথা ব‌লে। ইং‌রেজি শুধু ইংল্যান্ডের ভাষা নয়, আমে‌রিকা, অ‌স্ট্রিলিয়ারও ভাষা।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত বি‌ভিন্ন বিভা‌গের শিক্ষার্থীদের সমন্ব‌য়ে গঠিত ২৫ সদস্যের এ কমিটিতে রয়েছেন: সভাপতি আবির হোসেন গিয়াস, সাধারণ সম্পাদক সৈয়দ জান্নাতুল নাঈম। অন্যান্য সদস্যরা হলেন, মোঃ হাবিবুল্লাহ মুসকান ও মুমতাহিনা রহমান সিফাত (সহ-সভাপতি), দ্বীপ বিশ্বাস (যুগ্ম সম্পাদক), শুভেচ্ছা আমীন (কোষাধ্যক্ষ), মো: তৌহিদুল ইসলাম (প্রচার সম্পাদক), সোহানা আক্তার রিয়া (উপপ্রচার সম্পাদক), সাদিয়া ইসলাম মৌ (সাংগঠনিক সম্পাদক), কাজী মহিবুল হাসান (সহ সাংগঠনিক সম্পাদক), মোঃ রাকিব হোসেন (পরিচালক বাংলা), মোঃ খালিদ সাইফুল্লাহ জিহাদ (পরিচালক ইংরেজি), আবু বকর সিদ্দিক (পরিচালক আরবি), জান্নাতুল মাওয়া জ্যোতি (পরিচালক উর্দু), আবু বকর জিয়া (পরিচালক ফারসি), তানজিলা আক্তার (পরিচালক পালি), গৌরব চৌধুরী (পরিচালক সংস্কৃত), মোঃ ইমামুল হাসান সৌরভ (পরিচালক হিন্দি), রাতুল হাসান (পরিচালক জার্মানি), সাওদা জামান নবনী (পরিচালক তুর্কি), মুনতাকা তাসনিম মেলোডি (পরিচালক জাপানিজ), আতিয়া সুলতানা এশা (প‌রিচালক কো‌রিয়ান), ফাহিম বিন আলী প্রধান (পরিচালক চাইনিজ) মারুফা আক্তার মুন্নি ও ইমরান বিশ্বাস (‌নির্বাহী সদস‌্য)।

ভাষাকে ছড়িয়ে দেওয়ার এবং ভাষাকে আপন করে নেওয়ার এ উদ্যোগে নতুন ক‌মি‌টি স্বার্থক হবে বলে প্রত্যাশা রেখেছেন ঢা‌কা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. গোলাম মাওলা।

ভাষা সম্পর্কে ধারণা, স্বল্পমেয়াদী কোর্স, সেমিনার আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে ভিন্ন ভিন্ন ভাষার চর্চা ছড়ি‌য়ে দি‌তে এবং ভিন্নভাষীদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ক্লাব কাজ ক‌রে যা‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছে নবগ‌ঠিত ক‌মি‌টি।

এই লেখাটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন।

  • Facebook Comments