প্রভাতফেরীর নবীনবরণ অনুষ্ঠিত

53

প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত নবীনবরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয় ২২ মে রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে। বিকেল ৩টায় আলোচনা সভা  সূচনা করে রাত সাড়ে আটটা অব্দি সাংস্কৃতিক অুনষ্ঠানের মাধ্যমে প্রভাতফেরীর সভাপতি শাহাবুদ্দিন বিজয় অুনষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদের মডারেটর অধ্যাপক ড. মুহম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, প্রভাতফেরীর সাবেক সভাপতি কামাল মোহাম্মদ নাসের রুবেল, সাবেক সভাপতি আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও বাঁশি, ইউকুলেলে ইন্সট্রাক্টর মুস্তাকীম আবীর, বেহালা ইন্সট্রাক্টর মো: রেজাউল করিম, গিটার ইন্সট্রাক্টর ফাইরুয সাকিব খান সহ প্রভাতফেরীর সাবেক-বর্তমান সদস্য ও নেতৃবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক সরল তনচংগ্যা।

সাংস্কৃতিক পর্বে ছিলো প্রভাতফেরীর সদস্য ও কর্মশালার শিক্ষার্থীদের গান, নাচে অংশ্রগ্রহণ। রাগ ইমন পরিবেশন করেন প্রভাতফেরীর সাবেক সহ-সভাপতি ও বাঁশি কর্মশালা ২০১৭ ব্যাচের শিক্ষার্থী তুহিন পাড়। ফিউশন ড্যুেতে মঞ্চ অলংকৃত করেন মুস্তাকীম আবীর (বাঁশি) ও ফাইরুয সাকিব খান (গিটার)। অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে ব্যান্ড জংশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here