মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ তারিখে প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদের বর্তমান সদস্য এবং নেতৃবৃন্দের জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদের সাবেক কার্যকরী সদস্য মোঃ মেহেদী হাসান। এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদের সভাপতি শাহাবুদ্দিন বিজয়। প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক সরল তনচংগ্যা বিশেষ ব্যস্ততার কারণে সভায় থাকতে পারেন নি। তবে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যান।
উক্ত সভায় প্রভাতফেরীর বর্তমান সদস্য এবং নেতৃবৃন্দরা নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নতুনদের জন্য প্রভাতফেরীর কার্যক্রম যাতে স্বাচ্ছন্দ্যময়ী হয়ে ওঠে, সে লক্ষ্যে সকলের মতামত গ্রহণ করা হয়। পাশাপাশি প্রভাতফেরীর অফিস কক্ষ সাজানো-গুছানো নিয়ে সভাপতি বিজয় বিভিন্ন দিকনির্দেশনা দেন। প্রভাতফেরীর রুম সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ শক্তিশালী করা এবং সাংস্কৃতিক মননশীলতায় নিজেকে উজাড় করে ব্যক্তিত্ববোধকে স্পষ্ট করে তোলার লক্ষে সভাপতি বিজয় বিস্তর আলোচনা করেন।
সভার এক পর্যায়ে প্রভাতফেরীর সাবেক সহ-সভাপতি জনাব তুহিন পাড় উক্ত সভায় যোগদান করেন। সাবেক সহ-সভাপতি তুহিন তার নিজস্ব কিছু অভিজ্ঞতা প্রভাতফেরীর বর্তমান সদস্য এবং নেতৃবৃন্দের সামনে উপস্থাপন করেন। অতঃপর সভাপতি বিজয়ের অনুরোধে তিনি বাঁশির সুর উপস্থাপন করেন, যাতে প্রভাতফেরী কক্ষ বাঁশির মুগ্ধকর সুরে ভরে ওঠেছিল। সকল সদস্য এবং নেতৃবৃন্দ সাবেক সহ-সভাপতির বাঁশির সুরে মুগ্ধ হয়েছেন এবং তার প্রশংসা করেছেন।
সবশেষে প্রভাতফেরীর সভার সঞ্চালক মোঃ মেহেদী হাসান সভার সারসংক্ষেপ তুলে ধরে উক্ত জরুরী সভার সমাপ্তি ঘোষণা করেন।