রিফাত রহমান সাদিত
ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের (Linnaeus University) যৌথ উদ্যোগে ‘পরিবেশ দূষণ ও ঝুঁকি ব্যাবস্থাপনা’ শীর্ষক ২-দিনব্যাপী এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম আজ ০২ মে ২০২৩ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এই সিম্পোজিয়াম উদ্বোধন করেন।
সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কর্নেলিয়া উইটথপট্ (Prof. Dr. Cornelia Witthoft) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানভীর আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সিম্পোজিয়ামের সফলতা কামনা করে বলেন, এতে উপস্থাপিত বিভিন্ন প্রবন্ধ থেকে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা তাদের জ্ঞানের জগৎকে আরও সমৃদ্ধ করতে পারবেন। পরিবেশ দূষণ রোধে এবং পরিবেশ সংরক্ষণে এই সিম্পোজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই সিম্পোজিয়ামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিশেষজ্ঞ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করছেন। এতে দেশ-বিদেশের শিক্ষক ও গবেষকবৃন্দ ২৩টি প্রবন্ধ উপস্থাপন করবেন।