অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপি “৭ম জিও- ফটোগ্রাফি এক্সিবিশন”

123

পাপন দাস::

আগামী ২১ এবং ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের জিও – ফটোগ্রাফিক ক্লাবকর্তৃক আয়োজিত হতে চলছে “৭ম জিও- ফটোগ্রাফি এক্সিবিশন”।
উক্ত আয়োজন ভূতত্ত্ব বিভাগে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের তোলা ছবি প্রদর্শিত হবে ।

বসন্তের শুরু, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্থ ও এনভায়রনমেন্টাল সায়েন্সেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. জিল্লুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা।

ছাত্র শিক্ষক মিলিয়ে প্রায় ৮৫ জনের অধিক অংশগ্রহণকারীদের ছবি এই আয়োজনে প্রদর্শিত হবে বলে জানা গেছে। প্রদর্শনী সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এই লেখাটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন।

  • Facebook Comments