১৬ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার নির্মূল করার জন্য বিশ্বব্যাপী আন্দোলন বিষয়ক র্যালী বের করা হয়। র্যালীর নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
কার্জন হল এলাকায় বের করা এই র্যালীতে আরো উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী। এছাড়াও র্যালীতে অংশ নিয়েছেন সংস্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অফিস কমকর্তারা।