জিওলজি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্লাব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘অগ্নি নির্বাপণ,উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া’

147

রিফাত রহমান সাদিত::

অগ্নিকাণ্ড সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং জিওলজি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্লাব এর যৌথ উদ্যোগে গত ১৪ মার্চ, ২০২৪ রোজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘ অগ্নি নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া ‘।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার সাহা এবং ফায়ার সার্ভিস এর ঢাকা জোন-১এর ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর ফাইসালুর রহমান এর নেতৃত্বে একটি দক্ষ টিম।

ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার সাহা এর বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা হয় । দুই ভাগে বিভক্ত অনুষ্ঠানের প্রশিক্ষণ অংশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর ফাইসালুর রহমান এবং স্টেশন অফিসার মো: শহিদুল ইসলাম পর্যায়ক্রমে অগ্নিদুর্ঘটনায় প্রাথমিক করণীয়, উক্ত পরিস্থিতে টিকে থাকার উপায় বর্ণনার পাশাপাশি আগুন নির্বাপন এর পদ্ধতি, অগ্নি নির্বাপন যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের মহড়া অংশে বিভাগের সামনে খোলা মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দক্ষ ফায়ার ফাইটাররা উপস্থিত শিক্ষার্থীদের হাতে কলমে আগুন নির্বাপণের কলাকৌশল শিক্ষা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here