::ডিইউটাইমজ প্রতিবেদক::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল ভিত্তিক সংগঠনগুলির মধ্যে জগন্নাথ হলের “বিতর্ক একটি তার্কিক সংগঠন” অন্যতম সংগঠন। সংগঠনটির ২০২৩-২৪ বর্ষের জন্য কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হয়েছে প্রত্যয় ঘোষ, যিনি গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক হয়েছেন পিংকর চৌধুুরী রাতুল, যিনি একই শিক্ষাবর্ষের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অমিয় ভৌমিক, যিনি বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ।
৮ই এপ্রিল, ২০২৩ তারিখে জগন্নাথ হলের প্রাধক্ষ ভবনে সাবজেক্ট কমিটির মাধ্যমে নতুন এই কমিটির অনুমোদন করা হয়। সাবজেক্ট কমিটিতে ছিলেন বিতর্ক একটি তার্কিক সংগঠনের সাবেক সভাপতি উত্তম রায়, সাবেক সাধারণ সম্পাদক সৌরভ অধিকারী এবং সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ কুমার কুন্ডু। সদ্য বিদায়ী কমিটির সভাপতি হিসেবে ১ বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন সভাপতি রাজীব দাস এবং সাধারণ সম্পাদক জীবেশ কুন্ডু।
‘বিতর্ক একটি তার্কিক সংগঠন’ ১৯৯২ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সহ আন্তঃবিশ্ববিদ্যালয়, আঃন্তহল, অন্তঃহল, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রতিসপ্তাহে বাংলা ও ইংরেজি বিতর্কের সেশন আয়োজন করে থাকে। সংগঠনের অনেক সাবেক নেতৃত্ব দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কৃতিত্বের সাক্ষর রেখে চলেছেন।
” যুক্তিযুক্তে সব্যসাচী চেতনায় অনির্বাণ” এই ধারণাকে বহন করে ৩১ বছর কাজ করে চলেছে এই সংগঠন। নতুন কমিটির আশা প্রত্যাশা নিয়ে নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক বলেন, “আমাদের যে সাংস্কৃতিক দৈন্যতা, আমাদের যে সীমবদ্ধতা যুক্তির চর্চায় তা দূর হোক,তরুণ প্রজন্ম গড়ে উঠুক সোনার মানুষ হিসেবে। এই যাত্রায় জগন্নাথ হল,তথা সমগ্র বাংলাদেশের বিতর্ক আন্দোলনের সারথি হোক বিতর্ক – একটি তার্কিক সংগঠন এই আমাদের প্রত্যাশা।”