ঢাবিতে অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্তকরণ বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

46

রিফাত রহমান সাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং এ২আই প্রোগ্রামের যৌথ উদ্যোগে ‘প্রমোটিং জেন্ডার ইনক্লুসিভিটি ইন দ্য ফিন্যানসিয়াল ইকোসিস্টেম’ শীর্ষক দিনব্যাপী এক সিম্পোজিয়াম গতকাল ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সিম্পোজিয়াম উদ্বোধন করেন।

এ২আই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফীজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ^বিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা এবং এ২আই প্রোগ্রামের জেন্ডার স্পেশালিস্ট নাহিদ শারমিন বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ব্যাহত হলেও বাংলাদেশ এক্ষেত্রে অনেক এগিয়ে আছে। সরকারের নানা উদ্যোগের কারণে নারীরা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন পেশায় অসাধারণ সফলতা অর্জন করে চলছে। তিনি বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে অর্থনৈতিকভাবে নারীদের সাবলম্বী হতে হবে এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে। নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিগত প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের উপর তিনি গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এই সিম্পোজিয়ামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংক ও ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here