রিফাত রহমান সাদিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান। আজ বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
ঢাবি রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত একটি চিঠি ড. মো. মাকসুদুর রহমানকে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘মাননীয় উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করেছেন। এ নিয়োগ অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর স্থলে কার্যকর হবে। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা ১৮ সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।
চিঠিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে যোগদানপত্র ঢাবি রেজিস্ট্রার অফিসে প্রেরণ করতে অনুরোধ করা হয়েছে।