রিফাত রহমান সাদিত
ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশংসা কুড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন তারা। বিষয়টি নিয়ে ভূয়সী প্রশংসা করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
শিক্ষার্থীরা জানান, রাজধানীর বঙ্গবাজারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা। এ সময় উৎসুক জনতার কারণে কাজ করা কঠিন হয়ে পরলে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় তাদের সঙ্গে যোগ দেন তারা। ব্যবসায়ীদের ক্ষতি রোধে রোজা রেখেও অনেক শিক্ষার্থী দোকানের মালপত্র সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখা গেছে। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের পুকুর থেকে পানি নেওয়ার সময়ও উদ্ধারকর্মীদের সঙ্গে হলের নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীরা নানাভাবে সহায়তা করে।
বঙ্গবাজার নিকটস্থ ঢাবির হল ফজলুল হক মুসলিম হল,অমর একুশে হল,ড.মুহাম্মদ শহীদুল্লাহ্ হল,কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এতে অগ্রণী ভূমিকা পালন করে।
ড.মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের পুকুর থেকে পানি সংগ্রহের কাজেও শিক্ষার্থী সহ হল প্রশাসনের ভূমিকা ছিলো প্রশংসনীয়।
অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সহযোগিতার চেষ্টা করেছি। ব্যবসায়ীরা যাতে নিরাপদে মালপত্র রাখতে পারে, সেজন্য আমরা হলের গেট খুলে দিয়েছি।
এদিকে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানও শিক্ষার্থীদের প্রশংসা করেছেন। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তিনি বলেন, আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। আমাদের শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় মানবিক ও অসাম্প্রদায়িকতা ধারন করে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের ছেলেমেয়েরা মানবতার সেবায় এগিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ ও শিক্ষায় শিক্ষার্থীরা অনুপ্রাণিত। রজমানের মধ্যে তারা যেভাবে সাহায্য করেছে, এটিই ভালো মানুষের মূল্যবোধ, ভালো মানুষের পরিচয়।