ঢাবির ভূতত্ত্ব বিভাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘পিঠা উৎসব’

246
শেয়ার করুন

নুবাহুস সুবাহ চৌধুরী

আজ ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘জিওলজি আর্ট এন্ড কালচারাল ক্লাব’ কতৃক আয়োজিত ‘পিঠা উৎসব- ১৪২৯’ অনুষ্ঠিত হয়ে গেলো।

এই আয়োজনে বিভাগের প্রথম বর্ষ হতে শুরু করে মাস্টার্সে অধ্যয়নরত পাঁচটি ব্যাচ হতে সর্বমোট নয়টি স্টল ছিল। শীত সমাপ্তির দ্বারপ্রান্তে মৃদুমন্দ হাওয়ায় নানাপদের মুখরোচক পিঠা, ঝাল নাস্তা, কোমল পানীয় এবং চা-কফির সমারোহে বিভাগের ছাত্রশিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের দিনব্যাপী কোলাহলপূর্ণ উপস্থিতিতে আজ সকাল হতেই মুখরিত হয়ে ছিল ভূতত্ত্বের প্রাঙ্গণ৷ গতানুগতিক নামের বাইরে গিয়ে বিভিন্ন ভূতাত্ত্বিক শব্দ ব্যবহার করে খাবারের নামকরণ এই আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে।

জলখাবারের পাশাপাশি এই আয়োজনে ছিল মেহেদী এবং পোশাকের স্টলসহ বেশকিছু আনন্দদায়ক খেলা। এই উৎসবের সমাপনীতে ভিন্নধর্মী এক খেলার মাধ্যমে অনুষ্ঠিত র‍্যাফেল ড্র বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বাড়তি আনন্দ যোগায়।


শেয়ার করুন

LEAVE A REPLY

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Please enter your comment!
Please enter your name here