ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

98
শেয়ার করুন

রিফাত রহমান সাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবি, চীনা ও ফরাসি ভাষাসহ বিভিন্ন ভাষায় এক বছরের কোর্সে সীমিত সংখ্যক আসনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য নির্ধারিত ফরম আগামী ৪ ডিসেম্বর থেকে অনলাইনে পাওয়া যাবে।

এই কোর্সে ইংরেজি, আরবি, চীনা, ফরাসি, জাপানি, জার্মান, ইতালিয়, রাশিয়ান, স্প্যানিশ, কোরীয়, তুর্কি, হিন্দি এবং বিদেশি ভাষা হিসেবে বাংলা ভাষার কোর্সে ভর্তি আবেদন করা যাবে।

শিক্ষা কার্যক্রমের নাম: জুনিয়র সার্টিফিকেট কোর্স

কোর্সের মেয়াদ: ১ বছর।

ক্লাসের সময়: সপ্তাহে ২/৩ দিন। ২ ঘন্টা করে হবে ক্লাস।

ভর্তির ন্যূনতম যোগ্যতা: 

বিদেশী ভাষার ক্ষেত্রে: কমপক্ষে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ন্যূনতম দ্বিতীয় বিভাগ/বি গ্রেড/জিপিএ ২.৫ থাকতে হবে। বিদেশিদের জন্য কমপক্ষে ১২ বছর অধ্যয়নকালের সনদ প্রয়োজন হবে। 

ইংরেজি ভাষার ক্ষেত্রে: শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর-এর শিক্ষার্থীরা এটিতে ভর্তি হতে পারবে।


শেয়ার করুন

LEAVE A REPLY

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Please enter your comment!
Please enter your name here