ঢাবিতে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী শিক্ষার্থী বান্ধব
নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে অন্তর্ভুক্তি মূলক সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের একসাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো লীডারশিপ ট্রেনিং প্রোগ্রাম।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কলা ভবনের আর. সি মজুমদার মিলনায়তনে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) ড মাকসুদ কামাল।
লিডারশীপ ট্রেইনিং প্রোগ্রামে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আইওএম বাংলাদেশের ন্যাশনাল কমিনিউকেশন অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম এবং ইউএনডিপি বাংলাদেশের ইয়ুথ কোঅরডিনেটর মাহমুদুল হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসরেফা তারান্নুম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড মো আক্তারুজ্জামান বলেন, “তরুণদের উদ্যোগে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে ওঠে, সে বিষয়ে আমরা সচেষ্ট। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।“
উপ- উপাচার্য মাকসুদ কামাল বলেন, “ সকল শিক্ষার্থীর মধ্যেই নেতৃত্বের গুণাবলি গ্রথিত রয়েছে। উপযুক্ত প্ল্যাটফর্ম সেই গুণাবলির উন্মোচন করতে পারে, বিকাশ করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীরাও যেন নিজেদেরকে দক্ষ মানবশক্তি হিসেবে গড়ে তুলতে পারে, এ বিষয়ে আমরা সচেষ্ট, এবং সকলের সহযোগিতা কামনা করি।“
এছাড়া পিডিএফের সভাপতি তানভীর আহমেদ তন্ময় বলেন, “ প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধকতামুক্ত শিক্ষার্থী সবার মাঝেই নেতৃত্বের গুণাবলি বিকশিত করার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন।”
অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক মাসরেফা তারান্নুম, টিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মারকেটিং ডিরেক্টর মোফাসসেল হক, কমিনিউকেশন অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম এবং ইউএনডিপি বিডির ইয়ুথ কোঅরডিনেটর মাহমুদুল হাসানসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
উল্লেখ্য, পিডিএফ- ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বিগত বছর যাবত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিবন্ধীবান্ধব অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শ্রুতিলেখন, বই পাঠ ও রেকর্ডিং, ক্যাম্পাস প্রচারণার পাশাপাশি তারা শিক্ষার্থীদের দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে।