ঢাবি থেকে শরীয়তপুর পর্যন্ত বাস চালুর দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

114

রিফাত রহমান সাদিত

আজ বুধবার (২৯ জুন)ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) থেকে শরীয়তপুর পর্যন্ত বাস চালুর দাবিতে ঢাবি’র ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্বপ্নের পদ্মাসেতু চালু হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরীয়তপুর রুটে বাস চালুর দাবিতে ঢাবি ভিসি বরাবর এ স্মারকলিপি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীরা।এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কীর্তিনাশা’র সাবেক সাধারণ সম্পাদক মনির হোসাইন, কীর্তিনাশা’র সহ-সভাপতি আব্দুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদী জাহান মিশু,সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমেদ,শাহিন মিয়া,সহ-সভাপতি তানভীর মাহতাব সহ আরো অনেকেই।
এসময় ভিসি আন্তরিকতার সাথে স্মারক পত্রটি গ্রহণ করেন এবং দ্রুত সময়ের মধ্যে বাস চালুর ব্যবস্থা করবেন বলে আশ্বস্থ করেন।

এই লেখাটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন।

  • Facebook Comments