রিফাত রহমান সাদিত
আজ বুধবার (২৯ জুন)ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) থেকে শরীয়তপুর পর্যন্ত বাস চালুর দাবিতে ঢাবি’র ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্বপ্নের পদ্মাসেতু চালু হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরীয়তপুর রুটে বাস চালুর দাবিতে ঢাবি ভিসি বরাবর এ স্মারকলিপি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীরা।এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কীর্তিনাশা’র সাবেক সাধারণ সম্পাদক মনির হোসাইন, কীর্তিনাশা’র সহ-সভাপতি আব্দুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদী জাহান মিশু,সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমেদ,শাহিন মিয়া,সহ-সভাপতি তানভীর মাহতাব সহ আরো অনেকেই।
এসময় ভিসি আন্তরিকতার সাথে স্মারক পত্রটি গ্রহণ করেন এবং দ্রুত সময়ের মধ্যে বাস চালুর ব্যবস্থা করবেন বলে আশ্বস্থ করেন।