অনুষ্ঠিত হলো ঢাবি নৃত্য সংসদের নবীন বরণ

47

অনুষ্ঠিত হলো ঢাকা ইউনিভার্সিটি ডান্স ক্লাবের নবীন বরণ অনুষ্ঠান। ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসির মুনির চৌধুরী মিলনায়তনে ডান্স ক্লাবের সভাপতি আবুজাফর গিফারির সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

নতুনদের বরন করে নেওয়ার এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডান্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদের সভাপতি শাহাবুদ্দিন বিজয়, সদস্য মেহেদী হাসান। আরো উপস্থিত ছিলেন ডিইউ টাইমজের সাধারণ সম্পাদক রিফাত রহমান সাদিত।

অতিথিদের বক্তব্য, পরবর্তী কেক কাটা এবং নৃত্য সংসদের নবীন সদস্যদের মনোরম নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি আবুজর গিফারী।

এই লেখাটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন।

  • Facebook Comments