নতুন কমিটি পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখা ছাত্রলীগ।বুধবার সকালে হল কমিটি ঘোষণা করা হয়। এক বছরের জন্য এই কমিটিগুলো গঠন করা হয়েছে। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে ১৮টি হলে ছাত্রলীগের কমিটি হয়েছিল।
গত মঙ্গলবার রাতে এক সভায় বসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। পরে বুধবার সকাল নয়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অ্যাকাউন্ট থেকে একযোগে কমিটির তালিকা প্রকাশ করেন চার নেতা।
এই ঘোষিত কমিটিতে ঢাবির ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মুহসিন হলের সভাপতি হয়েছেন শহীদুল হক শিশির।উল্লেখ্য,তিনি একই হলে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ থেকে মনোনীত ভিপি পদপ্রার্থী ছিলেন এবং বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছিলেন।এছাড়াও তিনি টিএসসি ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরীর সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।