বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ‘শহিদুল হক শিশির’।
১৩ জুলাই,বৃহস্পতিবার রাতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। গত বছরের ৬ই ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। প্রায় ৭ মাস পর ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৭১ জনকে। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন ১১ জন।
শহিদুল হক শিশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মুহসিন হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্রার্থী হয়ে তিনি বিপুল পরিমাণ ভোট নিয়ে মুহসিন হল ছাত্রসংসদের ভিপি নির্বাচিত হন।
তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়। আওয়ামী পরিবারে বেড়ে উঠা শহিদুল হক শিশির এর বাবা বর্তমানে ভেদরগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।তার বড় ভাই এনামুল হক হিমেল বিএনপি-জামাত সরকারের দুঃশাসনের আমলে (২০০৪-২০০৬) ঐতিহ্যবাহী গৈড্যা সিনিয়র ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সালাম বরকত হলের সহ সভাপতি ছিলেন।এছাড়া শিশির এর ছোট ভাই তুষার আব্দুল্লাহ্ ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের গণশিক্ষা সম্পাদক এবং পৌরসভা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত আছেন।বর্তমানে তুষার আব্দুল্লাহ্ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।