রিফাত রহমান সাদিত
ব্রিটিশ বহুজাতিক কোম্পানি ইন্টারটেক গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) জনাব আন্দ্রে ল্যাক্রোইক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সাথে ০৬ এপ্রিল, ২০২৩ তারিখে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আবদুল মঈন এবং ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (আইসিই) সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ রাশেদুর রহমান।
বৈঠকে তারা ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের একাডেমিক ও গবেষণা কার্যক্রমের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। তারা জনাব আন্দ্রে ল্যাক্রোইক্স কর্তৃক প্রবর্তিত ব্যবসায়িক মডেল সম্পর্কেও আলোচনা করেন।
অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য জনাব আন্দ্রে ল্যাক্রোইক্সকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে ছাত্ররা তার বক্তৃতা দ্বারা অত্যন্ত উপকৃত হবে।
পরে, জনাব আন্দ্রে ল্যাক্রোইক্স ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘লিডারশিপ মডেল’ এর উপর একটি বক্তৃতা দেন এবং তার ‘লিডারশিপ উইথ সোল’ বই থেকে পাঠ শেয়ার করেন। ঢাবির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অ্যান্ড ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (আইসিই) সেন্টার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।