ঢাবির অভ্যন্তরীণ অনুষদসমূহের ডিন নির্বাচন

87

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষদসমূহের ডিন নির্বাচন করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২৭(৫) এবং অধ্যাদেশের (২য় খন্ড) (১৯৯৭ সালে প্রণীত) নির্বাচন সংক্রান্ত ১৮ নং অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী ১৩ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে প্রত্যেক অনুষদের নামের পার্শ্বে উল্লেখিত প্রার্থী দুই শিক্ষা বর্ষের (২০২১-২০২২ ও ২০২২-২০২৩) জন্য সংশ্লিষ্ট অনুষদের ডিন নির্বাচিত হলেন
১. কলা অনুষদ
ড. আবদুল বাছির
অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ


২. বিজ্ঞান অনুষদ
ড. মোঃ আব্দুস ছামাদ
অধ্যাপক, ফলিত গণিত বিভাগ


৩.আইন অনুষদ
ড. মোঃ রহমত উল্লাহ
অধ্যাপক, আইন বিভাগ


৪. বিজনেস স্টাডিজ অনুষদ
ড. মুহাম্মদ আব্দুল মঈন
অধ্যাপক, অর্গানাইজেশন স্ট্রাটেজি এন্ড লিডারশীপ বিভাগ


৫. সামাজিক বিজ্ঞান অনুষদ
ড. মােঃ জিয়াউর রহমান
অধ্যাপক, ক্রিমিনােলজি বিভাগ


৬. জীববিজ্ঞান অনুষদ
ড. এ কে এম মাহবুব হাসান
অধ্যাপক, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ


৭. ফার্মেসী অনুষদ
ড. সীতেশ চন্দ্র বাছার।
অধ্যাপক, ফার্মেসী বিভাগ


৮. আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ
ড. মোঃ জিল্লুর রহমান
অধ্যাপক,ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ

৯. ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজী অনুষদ
ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু
অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ


১০.চারুকলা অনুষদ
জনাব নিসার হােসেন
অধ্যাপক, অঙ্কন ও চিত্রায়ন বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here