ঢাবিতে ছিনতাই!

289
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের হাকিম চত্তরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এক ছাত্রীর পার্স ছিনতাই হয় বলে জানিয়েছে উক্ত শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের একটি ফেইসবুক গ্রুপে এক স্ট্যাটাসের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন উক্ত ভিকটিম।তিনি তার স্ট্যাটাসে বলেন,”আজ বিকেল তিনটার দিকে হাকিম চত্বর থেকে আমার একটা সোনালি রং এর পার্স ছিনতাই হয়ে যায়। পার্সে ভার্সিটির আইডি কার্ড, এটিএম কার্ড, চার হাজার টাকা এবং কিছু দরকারি কাগজ ছিল। আমি আর আমার এক বান্ধবী খাবারের দোকানের কিছু টা সামনে চেয়ারে বসেছিলাম। আমার বান্ধবী একটা কাজে কিছুক্ষণের জন্য চলে গেলে একজন বোবা লোক আমার কাছে টাকা চাইতে আসে। তার বয়স খুব সম্ভবত ২৫/২৬ বছর, লম্বা, চিকন। সে আমাকে একটা কাগজ দেয় যেটাতে লেখা ছিল সে কানে শুনতে পায় না,কথা বলতে পারে না, আর্থিক সাহায্য দরকার। কাগজে আরো লেখা ছিল তাদের একটা সংগঠন আছে যেখানে ওনাদের মতো শারিরীক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা হয়। আমি কাগজ পড়ে ওনাকে পার্স থেকে টাকা বের করে দেই। তারপর সে আমাকে আরেকটা কাগজ দেয় যেখানে তারিখ আর কতো টাকা দিচ্ছি এগুলো লেখা জন্য ছক করা ছিল। আমি ভেবেছিলাম হয়তো কতো তারিখ কতো টাকা পাচ্ছে তার হিসাব রাখার জন্য এটা লিখতে দিচ্ছে আমাকে। আমি টাকার পরিমাণ আর তারিখ লিখে ওনাকে কাগজ ফেরত দিলাম। কাগজে খুব সম্ভবত কোনো ড্রাগ ছিল। হয়তো স্কোপোলামিন ছিল যেটা ডেভিলস ব্রেথ নামেও পরিচিত। উনি দুইবার আমাকে দুইটা কাগজ দিয়েছিলেন কিন্তু একবারো নিজ হাতে দেয় নি। ওনার কাছে একটা খাতা ছিল, খাতা খুলে আমার সামনে ধরেছিলেন কাগজ দেয়ার জন্য, আবার কাগজ ফেরত নেয়ার সময়ও খাতা খুলে সামনে ধরেছিলেন। ওনাকে কাগজ ফেরত দেয়ার পরে আমার তেমন কিছু ই মনে নেই। আমি ওখানেই বসে ছিলাম কিন্তু আমার কোনো সেন্স কাজ করছিলো না। প্রায় দশ মিনিট পরেই আমার বান্ধবী ফিরে আসে। তখন আমি রিয়ালাইজ করি আমার খুব অদ্ভুত অনুভূতি হচ্ছে, চোখ জ্বলছে। তখনও আমি বুঝতে পারি নি আমার পার্স ছিনতাই হয়ে গেছে। কিছুক্ষণ পরে ব্যাগ থেকে একটা কাগজ বের করতে গিয়ে বুঝতে পারি আমার পার্স আমার কাছে নেই। এরপর শাহবাগ থানায় ডিজি করেছি। পার্স হয়তো আর ফেরত পাবো না। এই পোস্ট টার উদ্দেশ্য হলো সবাইকে সাবধান করা। ভার্সিটি এরিয়ার মধ্যে এই চক্র প্রবেশ করেছে যা আমাদের সবার জন্য খুব ই বিপদজনক। আজ আমার আর কোনো শারিরীক ক্ষতি হয় নি এটাই অনেক। ভার্সিটি এরিয়াতেও এমন ঘটনার সম্মুখীন হবো কখনো ভাবি নি। যা ই হোক, সবার কাছে অনুরোধ সাবধানে থাকবেন।


শেয়ার করুন

LEAVE A REPLY

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Please enter your comment!
Please enter your name here