শাহাবুদ্দিন বিজয়::
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৩-২০২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতারে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, রানার্স-আপ হয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন কবি সুফিয়া কামাল হল ও রানার্স-আপ হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
ছেলেদের ওয়াটারপোলোতে চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, রানার্স-আপ হয় বিজয় একাত্তর হল। মেয়েদের ওয়াটারপোলোতে হল ভিত্তিক অংশগ্রহণ না থাকলেও এবারই প্রথম মেয়েদের পাঁচটি হলের ছাত্রীদের মিলিয়ে দু’টি দলে ভাগ করে একটি ম্যাচের আয়োজন করা হয়।
১৫-১৬ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী এই বর্ণিল আয়োজন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এ সময়ে উপাচার্য শিক্ষার্থীদের দেহ ও মন সুস্থ রাখতে এমন সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব নিয়ে কথা বলেন।