অনুষ্ঠিত হলো আইইআর-এর ২৯ তম ব্যাচের নবীনবরণ

94

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর ২৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান আজ ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ইনস্টিটিউটের কো-কারিকুলার কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান এবং অধ্যাপক মো. ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, দেশে শিক্ষার প্রসার ও শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমের সাথে যুক্ত হতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে উঠে সততা, নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে দেশ ও জাতির সেবায় কাজ করার জন্য ১ম বর্ষ থেকেই দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হতে শিক্ষার্থীদের প্রতি উপাচার্য আহ্বান জানান। 

এই লেখাটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন।

  • Facebook Comments