ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে বিদেশে উচ্চশিক্ষারত শিক্ষকবৃন্দের উষ্ণ অভিনন্দন

52
শেয়ার করুন

বিদেশে শিক্ষা ও গবেষণায় নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্লাটফর্ম ‘ঢাকা ইউনিভার্সিটি ওভারসিজ টিচার্স কমিউনিটি’-এর উদ্যোগে গত ৬ নভেম্বর ২০২৩ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম ইফতেখারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। অভিনব এই আয়োজনে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, আইবিএ-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ. মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চশিক্ষায় গবেষণারত ১২জন শিক্ষক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন। ভার্চুয়াল এ সভায় বিদেশে শিক্ষা ও গবেষণায় নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশ’ শিক্ষক সংযুক্ত ছিলেন। 

বিদেশে অধ্যায়ন ও গবেষণারত শিক্ষকবৃন্দ নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, উচ্চ শিক্ষা শেষ করে তাঁরা দেশে ফিরে বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে একাত্মভাবে কাজ করবে। শিক্ষকবৃন্দ বিদেশি বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চশিক্ষা গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে উপাচার্যের নিকট গবেষণা সংক্রান্ত কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধির আবেদন জানান। 

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিক্ষক ও গবেষকদের আবেদন বিবেচনায় নেয়ার আশ্বাস প্রদান করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম, ভাবমূর্তি ও ঐতিহ্য সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাদের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন।

উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি রিসার্চ ইন্টিগ্রিটি ফ্রেমওয়ার্ক-এর কাজ অতি শীঘ্রই বাস্তবায়ন হবে এবং এর আওতায় ভবিষ্যতে আরও গুণগত মানসম্পন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। বিদেশে উচ্চশিক্ষার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের জন্য ‘বঙ্গবন্ধু ওভারসিজ স্কলারশিপ’-এর সুযোগ-সুবিধা ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু ওভারসিজ স্কলারশিপ আমাদের জন্য একটি অত্যন্ত গর্বের বিষয়। ‘বঙ্গবন্ধু ওভারসিজ স্কলারশিপ’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’ বিষয়ে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করার জন্য উচ্চ শিক্ষা ও গবেষণায় নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি উপাচার্য আহবান জানান।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ১৬টি দেশে ১৩০টি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩২২জন শিক্ষক উচ্চশিক্ষা গ্রহণ করছেন।


শেয়ার করুন

LEAVE A REPLY

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Please enter your comment!
Please enter your name here