ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের (ডিইউমুনা) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষিত হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী এস. এম. নাহিয়ান ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হোসাইন আজমল প্রান্ত।
আয়োজিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডিউমুনার মডারেটর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন । তিনি নির্বাচন পরিচালনা এবং নির্বাচন এর পর দুপুর ১টার সময়ে নবনির্বাচিত কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন। অত:পর ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী এস. এম. নাহিয়ান ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হোসাইন আজমল প্রান্ত এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী মো. আসিফুজ্জামান।
সংগঠনটির যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাশরুর হামিম, কোষাধ্যক্ষ পদে নাজিফা আনজুম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন ফাতমি, প্রচার সম্পাদক পদে আদৃতা আরিফ ও প্রকাশনা সম্পাদক পদে শাহরিয়া নুসরাত নির্বাচিত হয়েছেন। তারা সকলেই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
সংগঠনটির নির্বাচিত সাত কার্যনির্বাহী সদস্যরা হলেন আহতাব জামিল মাহিন, আব্দুল্লাহ আল ফাহাদ, স্বর্ণা সাহা, নাঈমা তারান্নুম, মো. ওয়াহিদুজ্জামান শুভ, খন্দকার মাহবুবা আক্তার মিষ্টি, তাহজিন মুনির অর্ক।
ফলাফল ঘোষণার সময় সংগঠনের কমিটির সদস্যদের শুভকামনা জানিয়েছেন এবং নতুন উদ্যমে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ ও সৃজনশীল বিকাশের জন্য নিজেদের দক্ষতা অর্জনের উপর জোরদার করেছেন মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।
দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির নব-নির্বাচিত সভাপতি এসএম নাহিয়ান ইসলাম বলেছেন, “কমিটির নতুন পথচলার শুরুতেই আমি আমাদের লক্ষ্যের গুরুত্বের উপর জোর দিতে চাই। আমরা একটি এমন একটি সংগঠন যেখানে আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি বুঝতে এবং উপলব্ধি করতে শিখি এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জের সমাধান খুঁজতে একসাথে কাজ করি। দীর্ঘদিন ধরে এই সংগঠনটি কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণদের নেতৃত্ব, সৃজনশীল উদ্যোগ ও প্রতিভা বিকাশের জন্য। ইতিমধ্যেই বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বেও আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব ও সাফল্য অর্জন করেছে আমাদের সংগঠন, আমরা নিরলস চেষ্টা করবো এই সাফল্য যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সামনের দিনগুলোতে।”
সংগঠনটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হোসাইন আজমল প্রান্ত বলেন, “আমি এটা বিশ্বাস করি, আমাদের প্রত্যেকে এক অনন্য দক্ষতা এবং প্রতিভার অধিকারী। একাগ্রতার সাথে আমরা আমাদের সংগঠনকে আগের চেয়ে শক্তিশালী করতে পারি। আসুন আমরা এই বছরটিকে অভিজ্ঞতা এবং অর্জনে পরিণত করতে একসাথে কাজ কর। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাদের এই সংগঠনে নিজেকে সম্পৃক্ত করে একটি সুস্থ, সুন্দর কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় সংগঠনের কাজের সাথে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন (ডিইউমুনা) ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন’ হয়ে থাকে। ডিইউমুনা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছায়া জাতিসংঘ অনুশীলনের পথিকৃৎ। এই শিক্ষার্থী-কেন্দ্রিক সংগঠনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে কূটনীতি চর্চার মাধ্যমে তাদের দক্ষতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। ডিইউমুনা ২০১২ সাল থেকে নিয়মিতভাবে বৃহৎ পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন (ডানমান) আয়োজন করে থাকে। ডানমান দক্ষিণ-পূর্ব এশিয়ায় আয়োজিত সর্ববৃহৎ ছায়া জাতিসংঘ সম্মেলন। প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় সংগঠনের কাজের সাথে। যেখানে ছায়া জাতিসংঘ বিষয়ক ওয়ার্কশপ, স্কিল সার্জ, স্টাডি সার্কেল, অন্ত: ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ কর্মসূচির আয়োজন করে থাকে ডিইউমুনা।