শেখ তৌহিদুজ্জামান
এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিলেন দেশের দুইজন নারী গবেষক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাউসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের সেঁজুতি সাহা এশিয়ান সাইন্টিস্ট ম্যাগাজিন দ্বারা প্রকাশিত অষ্টম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছেন।
এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এশিয়ার গবেষক ও বিজ্ঞানীদের প্রশংসা করেছেন।
‘সাস্টেইন্যাবিলিটি’ খাতে অবদানের জন্য তালিকায় স্থান পেয়েছেন গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী।
গাউসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রানীবিজ্ঞান (উইটল্যান্ড ইকোলজি) নিয়ে পিএইচডি সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ সংরক্ষণ সংগঠন ‘ওয়াইল্ডটিমের’ একজন বোর্ড সদস্য। ওয়াইল্ডটিম বাংলাদেশের দ্রুত হারিয়ে যাওয়া প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করে।
তিনি বাংলাদেশে জলজ বাস্তুতন্ত্র এবং ঝুঁকিপূর্ণ প্রজাতি সংরক্ষণে তার অবদানের জন্য ২০২২ সালে OWSD-Elsevier ফাউন্ডেশন পুরস্কার জিতেছিলেন। তিনি দেশের জলপথে প্লাস্টিক দূষণের ঝুঁকির দিকে মনোনিবেশ করেন। তিনি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী নারীদের সাবলম্বি করার প্রত্যয়ে মাছ ধরার পরিত্যক্ত জালকে কার্পেটের মতো পণ্যে পরিণত করার তত্ত্ব প্রদান করেন এবং জলজ বাসস্থান রক্ষা করে মহিলাদের জন্য আয়ের বিকল্প উৎস তৈরির ক্ষেত্রে অবদান রেখেছেন।
অন্যদিকে সেঁজুতি সাহা চাইন্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক।বাংলাদেশ তিনি প্রথম করোনা ভাইরাসের জিন নকশা উন্মোচন করেন।