রিফাত রহমান সাদিত
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ঢাবির ভূতত্ত্ব বিভাগে চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা এবং ঢাবির মার্কেটিং বিভাগের সাবেক অধ্যাপক ড. সাইদুল হক খান।
এসময় অতিথিরা ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ভূতত্ত্ব বিভাগ প্রাঙ্গণে একাধিক বৃক্ষরোপণ করেন।
ডিইউ টাইমজকে দেওয়া এক সাক্ষাতকারে ভূতত্ত্ব বিভাগে চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা বলেন,”ভূতত্ত্ব বিভাগে আমরা প্লাস্টিক-মাইক্রোপ্লাস্টিকের দূষণ এবং এর প্রতিকার সম্পর্কে গবেষণা চালিয়ে যাচ্ছি।দেশীয় এবং আন্তর্জাতিক সনামধন্য অনেক জার্নালে আমাদের গবেষণা স্থান পাচ্ছে।আমরা এটি নিয়ে ভবিষৎতে আরো ব্যাপক ভাবে কাজ চালিয়ে যাবো।”