শ্যামেন্দু শ্যামাপ্রসাদ
জগন্নাথ হল সাহিত্য সংসদ নিয়মিত সাহিত্য আড্ডার অংশ হিসেবে “সাহিত্য কুইজ” আয়োজন করতে যাচ্ছে। সাহিত্য কুইজ অনুষ্ঠিত হবে কথাসাহিত্যিক পলাশ মজুমদারের তিনটি বই নিয়ে। বই চারটি হলো দিব্যপুরুষ(উপন্যাস), জনৈক বিনিয়োগকারীর আত্মহত্যা প্রসঙ্গে(গল্পগ্রন্থ), হরিশংকরের বাড়ি(গল্পগ্রন্থ) এবং ফুলের ভাষা যদি বুঝি(উপন্যাস)। বইগুলো প্রকাশিত হয়েছে বিদ্যাপ্রকাশ থেকে।
প্রতিটি বইয়ের জন্য আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। এবং যে কোন প্রতিযোগী ন্যূনতম একটি বই পড়লেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রথম তিন জনকে নগদ অর্থ প্রদান করা হবে (১ম পুরস্কার: ৪ হাজার টাকা, ২য় পুরস্কার: ৩ হাজার টাকা,৩য় পুরস্কার: ২ হাজার টাকা) এবং পরবর্তী ৭ জনের জন্য রয়েছে বই উপহার।
যে কোন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে শুক্রবার, বিকেল ৩ টা১৬ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দে অধ্যাপক নরেশচন্দ্র সেনগুপ্ত কনফারেন্স কক্ষ, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীদের রেজিস্ট্রেশন লিঙ্ক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScKP7AzrFsc7HfMHJseM4qbvoxMLbepqT9S4BVgfqmOQVS7dA/viewform?usp=sharing