ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘Quantitative Data Analysis in Social Sciences using SPSS and STATA’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণী অনুষ্ঠান ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
উল্লেখ্য, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের তরুণ শিক্ষকগণ এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সিন্ডিকেট সদস্য এবং প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তরুণ শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আন্তর্জাতিক পরিমন্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি তরুণ শিক্ষকদের প্রতি আহবান জানান।