১১ দফা সেবামূলক কর্মসূচি নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে ঢাবি ছাত্রলীগ

127
শেয়ার করুন

রিফাত রহমান সাদিত

আজ শুক্রবার (৩ জুন) থেকে শুরু হতে যাওয়া ২০২১-২২ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের সহযোগিতার জন্য প্রতিবারের ন্যায় এবারও মাঠে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১২টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ঢাবি ছাত্রলীগের নেওয়া ১১ দফা কর্মসূচি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

ছাত্রলীগ কর্তৃক গৃহীত ১১ কর্মসূচি হচ্ছে—

১. বিভিন্ন পয়েন্টে স্থায়ী ‘শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র’ থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে।

২. শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে বিনামূল্যে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ চলমান থাকবে।

৩. অভিভাবক ছাউনি’র মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা করা হবে।

৪. সুপেয় পানির ব্যবস্থা করা হবে।

৫. পরীক্ষা কেন্দ্র পরিচিতির জন্য ক্যাম্পাসে দিক নির্দেশিত চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

৬. শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে নেওয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা করা হবে।
 
৭. শিক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকের ব্যবহারের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হবে।

৮. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করা হবে।

৯. তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘প্রাথমিক চিকিৎসা কেন্দ্র’ গঠন করা হবে।

১০. মাস্ক, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

১১. প্রয়োজন সাপেক্ষে হল ছাত্রলীগ পরীক্ষার পূর্ব রাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা করবে।

এক সাক্ষাতকারে হাজী মুহাম্মদ মু্হসিন হল শাখা ছাত্রলীগের সভাপতি শহিদুল হক শিশির বলেন,বিগত বছরগুলোর ন্যায় ঢাবি ছাত্রলীগের এই কার্যক্রম ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্নভাবে সেবা দিয়ে আসছে।কলম,সুপেয় পানি,জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত সময়ে কেন্দ্রে পৌঁছে দেওয়া,কেন্দ্র সম্পর্কিত তথ্য দিয়ে সাহায্য করা সহ এমন আরো বেশ কিছু সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ঢাবি শাখা ছাত্রলীগ সুনাম কুড়িতে আসছে।তিনি আরো বলেন,নবীন শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর এবং নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে বাংলাদেশ ছাত্রলীগ এবং এর বিভিন্ন ইউনিট বধ্য পরিকর।ভবিষৎতেও এমন সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।


শেয়ার করুন

LEAVE A REPLY

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Please enter your comment!
Please enter your name here