রিফাত রহমান সাদিত
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারাম প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রী উভয় গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দাবা প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এছাড়া, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী গ্রুপে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রানার্স-আপ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ১৪ জুন ২০২৩ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি ড. মো. ইফতেখারুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কমকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, দাবা ও ক্যারম বুদ্ধিবৃত্তিক চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের সহনশীল করে গড়ে তোলে। এই রকম প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১০টি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদগণের অংশগ্রহণে ৩-দিনব্যাপী এই ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম প্রতিযোগিতা-২০২৩’-এর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।