ঢাবি অধ্যাপকের বই স্থান পেলো মসজিদুল হারামের লাইব্রেরিতে

69
শেয়ার করুন

তানভীর সাকী ভূঁইয়া::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুফতি মুহাম্মদ গোলাম রববানী লিখিত পবিত্র হজ ও ওমরা বিষয়ক অত্যান্ত নির্ভরযোগ্য একটি বই জায়গা পেয়েছে মক্কায় অবস্থিত পবিত্র মসজিদে হারামের লাইব্রেরীতে।

পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামিক বইগুলোর সমন্বয়ে স্থাপিত ঐ লাইব্রেরীতে অধ্যাপক ড. মুফতি মুহাম্মদ গোলাম রববানীর “হজ্জ উমরা যিয়ার‌তে মদীনা” বইটি গ্রহণ করেছে মসজিদুল হারামের লাইব্রেরি কর্তৃপক্ষ।

নিজের লিখিত বই পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানের লাইব্রেরীতে স্থান পাওয়ায় ড. মুফতি মুহাম্মদ গোলাম রববানী আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, আলহামদু লিল্লাহ। আমা‌দের “হজ্জ উমরা যিয়ার‌তে মদীনা” বই‌টি মক্কার মস‌জি‌দে হারাম লাই‌ব্রেরী‌তে অর্ন্তভূক্ত ক‌রে‌ছে। এ‌টি আমার জন‌্য অ‌নেক পাওয়া। আবা‌রো আলহামদু লিল্লাহ।”

সম্পূর্ণ বাংলা ভাষায় লিখিত ১৬০ পৃষ্ঠার ওই বইটিতে অধ্যাপক ড. গোলাম রাব্বানী মক্কা-মদিনা, হজ, ওমরা এবং মহানবীর রওজা মোবারকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অত্যন্ত সুনিপুণভাবে তথ্য সহকারে তুলে ধরেছেন।

অধ্যাপক ড. গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যিনি আমার লিখিত বইটিকে একটি গুরুত্বপূর্ণ লাইব্রেরীর জন্য কবুল করেছেন। আশা করছি বইটি থেকে ভালোভাবে উপকৃত হবে। এটি হজ, উমরাহ ও জিয়ারত বিষয়ে সাধারণ মানুষের নানা প্রশ্নের উত্তর দিতে সক্ষম।”

আবেদনের প্রেক্ষিতে বইটি গ্রহণ করেছে মসজিদুল হারাম কর্তৃপক্ষ। ‌পৃথিবীর শ্রেষ্ঠ লেখক, ইসলামিক স্কলারের বিভিন্ন গ্রন্থ রয়েছে সেই লাইব্রেরীতে।


শেয়ার করুন

LEAVE A REPLY

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Please enter your comment!
Please enter your name here