ঢাবির গবেষণা মেলায় উর্দু বিভাগের অংশগ্রহণ

301
Urdu Department

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসে প্রথমবারের মতো হয়ে গেলো দুই দিনব্যাপী ‘গবেষণা ও প্রকাশনা মেলা’ । গত ২২ ও ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্রের উদ্ভাবন, গবেষণা ও প্রকাশনা তুলে ধরা হয়। এ‌তে অন‌্যান‌্য বিভা‌গের পাশাপা‌শি উর্দু বিভাগও তা‌দের গ‌বেষণা ও প্রকাশনা তু‌লে ধ‌রে।

১০০ বছর পুরাতন এ বিভা‌গের গ‌বেষণার ই‌তিহাস অ‌নেক সমৃদ্ধ। এ বিভা‌গের শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল্লাহ গবেষণায় অসামান‌্য অবদান রেখেছেন। তার প‌ঁ‌চি‌শের অ‌ধিক গ‌বেষণাগ্রন্থ সহ মোট ৩৪‌টি প্রকাশনা র‌য়ে‌ছে। ড. আন্দালীব শাদানী, ফিদা আলী খান, আব্দুল হক, ড. কা‌নিজ ই বাতুল, ড. উ‌ম্মে সালমাসহ অ‌নে‌কেই গ‌বেষণা ও প্রকাশনায় অ‌শেষ অবদান রে‌খে‌ছেন।


মেলার আয়োজনে উর্দু বিভাগের অংশগ্রহণ সম্পর্কে জানতে চাওয়া হলে উর্দু বিভাগের সহকারি অধ্যাপক হুসাইনুল বান্না বলেন, “মূলত তিনটি ক্যাটাগরিতে গবেষণা মেলা আয়োজিত হয়। ১) জার্নাল ক্যাটাগরি, ২) শতবর্ষে অর্জন ক্যাটাগরি ও ৩) জেনারেল ক্যাটাগরি। বিশ্ববিদ্যালয়ের খুব কম সংখ্যক বিভাগই একই সাথে তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছে। তবে, উর্দু বিভাগ তিনটি ক্যাটাগরিতেই অংশগ্রহণ করে।”

তিনি আরো জানান, “জার্নাল ক্যাটাগরিতে প্রকাশিত গবেষণা গ্রন্থের নাম “ঢাকা ইউনিভার্সিটি জার্নাল অফ উর্দু”। যার সম্পাদক ছিলেন অধ্যাপক ড. মুফতি মুহাম্মদ গোলাম রববানী। শতবর্ষে অর্জন ক্যাটাগরিতে “শতবর্ষে উর্দু বিভাগের পথ পরিক্রমা এবং আগামীর পথ চলা” শীর্ষক একটি বিশেষ গ্রন্থ রচিত হয়েছে। যার সম্পাদক ছিলেন অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম।

এছাড়া জেনারেল ক্যাটাগরিতে শতবর্ষ উদযাপন এবং গবেষণা মেলা উপলক্ষে “স্বাধীনতা উত্তর ও পূর্বে উর্দু সাংবাদিকতা”র ওপর একটি বিশেষ গ্রন্থ প্রকাশিত হয়। যার সম্পাদনা করেছেন উর্দু বিভাগের প্রফেসর ড. জাফর আহমেদ ভূঁইয়া।


উর্দু ভাষার উন্নয়নে বিভাগের অবদান সম্পর্কে অধ্যাপক ড. মুফতি মুহাম্মদ গোলাম রববানী বলেন, “বর্তমান‌ শিক্ষকগ‌ণের মা‌ঝে অধ‌্যাপক ড. মুহাম্মদ গোলাম রববানীর র‌য়ে‌ছে ৫‌টি গ‌বেষণাগ্রন্থসহ ১৭‌টি প্রকাশিত গ্রন্থ। অধ‌্যাপক ড. জাফর আহমদ ভূঁইয়া, অধ‌্যাপক ড. মাহমুদুল ইসলাম, অধ‌্যাপক ড. ইস্রাফী‌ল, অধ‌্যাপক ড. র‌শিদ আহমদ, অধ্যাপক ড. রেজাউল করিম, বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা এবং সহকারি অধ্যাপক জনাব হুসাইনুল বান্না ও সহকারি অধ্যাপক হাফসা আক্তারের একা‌ধিক গ‌বেষণাগ্রন্থ ও গবেষণা প্রবন্ধ প্রকাশিত হ‌য়ে‌ছে। গ‌বেষণা কার্যক্রমের অংশ হি‌সে‌বে বিভা‌গের শিক্ষকগণ দেশ-‌বি‌দে‌শে বি‌ভিন্ন কনফা‌রে‌ন্সে অংশগ্রহণ করে থাকেন। উর্দু বিভা‌গের আয়োজ‌নে দেশ – বি‌দে‌শের গ‌বেষক ও অধ‌্যাপক‌দের নি‌য়ে একা‌ধিক ইন্টারন‌্যাশনাল কনফা‌রেন্সও সফলভা‌বে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।”


এ মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে প্রকাশিত প্রকাশনাসহ উল্লেখযোগ্য প্রকাশনাগুলো (গ্রন্থ, জার্নালের বিশেষ সংখ্যা, গবেষণা প্রকল্প, পোস্টার, ফ্লায়ার, ব্রুশিয়ার প্রদর্শন ও উপস্থাপন করা হয়। মেলায় ৫৫টি গ্রন্থ, ২৬টি বিশেষ জার্নাল, ২১৬টি গবেষণা প্রকল্প, ৬২৪টি পোস্টার এবং ৮৬টি ফ্লায়ার-ব্রুশিয়ার স্থান পেয়েছে।


উল্লেখ্য, মেলার সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে কবিতা, রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং শতবর্ষ উপলক্ষে প্রকাশিত প্রতিটি জার্নালের বিশেষ সংখ্যার শ্রেষ্ঠ আর্টিকেল লেখককে সনদ, ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় ঢাবি শতবর্ষ উপলক্ষে উর্দু বিভাগ থেকে প্রকাশিত “ঢাকা ইউনিভার্সিটি জার্নাল অব উর্দু”র বিশেষ সংখ্যার শ্রেষ্ঠ আর্টিকেল লেখক হি‌সে‌বে পুরস্কার পে‌য়ে‌ছেন অধ‌্যাপক ড. মুফতি মুহাম্মদ গোলাম রববানী। তার প‌ক্ষে পুরস্কার গ্রহন ক‌রেন তাঁর সহধ‌র্মিনী মা‌হিন ফের‌দৌস।

এই লেখাটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন।

  • Facebook Comments