রিফাত রহমান সাদিত
জাতীয় পর্যায়ে কুইজ ফেস্ট আয়োজন করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি।রোববার (৩ জুলাই) টিএসসিতে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা এবং লোগো আনভেইলিং হয়। এই লোগো প্রকাশ ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির মডারেটির ড. রায়হান সরকার, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ সরকার, সাবেক প্রেসিডেন্ট রাকিব হাসান ও সাধারণ সদস্যরা।
দেশের কুইজিং এর ক্ষেত্রে “ডিইউকিউএস” ই সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন।এর সাথে সংশ্লিষ্টরা আশা করছে,এটাই হবে বছরের সবচেয়ে বড় কুইজিং ইভেন্ট। প্রায় ৬০০+ কুইজ টিমের অংশগ্রহণ থাকবে এই কুইজিং মিলনমেলায়।৷ উল্লেখ্য, এই কুইজ ফেস্ট অনুষ্ঠিত হবে ২৬-২৭ জুলাই,২০২২।