১৭ এপ্রিল ২০২২ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়‘বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ও অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম দৃষ্টি প্রতিবন্ধী বৃত্তি’ প্রদান অনুষ্ঠান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ২০জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক হস্তান্তর করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এই বৃত্তি কার্যক্রম চলমান রয়েছে। প্রতি শিক্ষার্থীকে এককালীন ৩৬০০০ টাকার চেক প্রদান করা হয়।এসময় অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন।