ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক সাঈদা গাফফার- এর অস্বাভাবিক মৃত্যুতে ঢাবি উপাচার্যের দুঃখ প্রকাশ

31

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাঈদা গাফফার-এর অস্বাভাবিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর দুঃখ প্রকাশ করেছেন।
তিনি অধ্যাপক সাঈদা গাফফার হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে  দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ৭১ বছর বয়সী অধ্যাপক সাঈদা গাফফার তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। গতকাল ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার তাঁর মরদেহ গাজীপুর থেকে উদ্ধার করা হয়।

এই লেখাটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন।

  • Facebook Comments