অনলাইন পরীক্ষার ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করল ঢাকা বিশ্ববিদ্যালয়

64
শেয়ার করুন

গুগল ক্লাসরুম, জুম ও ক্যাম স্ক্যানার সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই  কর্মকৌশলের সঙ্গে শিক্ষক ও পরীক্ষার্থীদের পরিচিত করার উদ্দেশ্যে তিন পর্বের ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব ভিডিও টিউটোরিয়াল প্রকাশের কথা জানানো হয়। উপাচার্য মো. আখতারুজ্জামানের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের উদ্যোগে এসব টিউটোরিয়াল তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রথম পর্বে রয়েছে গুগল ক্লাসরুম ব্যবহার করে পরীক্ষা নেওয়াবিষয়ক ভিডিও টিউটোরিয়াল। এটি ৪২ মিনিটের। এই টিউটোরিয়ালটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সেলের পরিচালক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসিফ হোসেন খান। টিউটোরিয়ালটি পাওয়া যাবে এই লিংকে: (https://drive.google.com/file/d/1OWLT6v0Ak9JoxYO3o6b3soRCqU-eoL9l/view?usp=sharing)৷

দ্বিতীয় পর্বে আছে অনলাইনে পরীক্ষা নেওয়ার সময় প্রত্যবেক্ষণের জন্য জুমের ফিচারগুলো নিয়ে ভিডিও টিউটোরিয়াল। এটি ২২ মিনিটের। এই টিউটোরিয়ালটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ শফিউল আলম খান। পাওয়া যাবে এই লিংকে: (https://drive.google.com/file/d/1cRzZWTqFl0CVbGz5UTq4-ZoVMMkU_-ep/view?usp=sharing)

শেষ পর্বে ক্যামস্ক্যানার মোবাইল অ্যাপ ব্যবহার করে পরীক্ষার উত্তরপত্র স্ক্যান করে একটি একক (সিঙ্গেল) পিডিএফ ফাইল তৈরি করে সেটিকে পুনরায় নামকরণ করা (রিনেইম) এবং ওই অ্যাপ থেকে সরাসরি গুগল ক্লাসরুমের কোনো অ্যাসাইনমেন্টের বিপরীতে উত্তরপত্র অ্যাটাচ করাবিষয়ক ভিডিও টিউটোরিয়াল। তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. সাঈদ সিদ্দিক এটি তৈরি করেছেন। এটি ১০ মিনিটের। ভিডিওটি পাওয়া যাবে এই লিংকে (https://drive.google.com/file/d/1GjUpSCmwXc7R_qWFTAVFyWq_h0tQ1V0Y/view?usp=sharing)৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই ভিডিও টিউটোরিয়ালগুলো সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরও অনলাইনে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।
করোনা পরিস্থিতির কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, বন্ধ আছে আবাসিক হলগুলো। এর মধ্যে অনলাইনে ক্লাস ও মিডটার্ম পরীক্ষা হয়েছে। আটকে রয়েছে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা।

গত ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ (একাডেমিক কাউন্সিল) সিদ্ধান্ত নেয়, ১ জুলাই থেকে সশরীর বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সে ক্ষেত্রে আবাসিক হলগুলো বন্ধই থাকবে। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে, অর্থাৎ সশরীর পরীক্ষা নেওয়া সম্ভব না হলে ১ জুলাই থেকে ব্যবহারিক পরীক্ষা বাদে সব চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়া শুরু হবে৷ কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শুরু হলে অনলাইনে পরীক্ষা নেওয়াও বন্ধ রাখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কিছু জানানো হয়নি৷ এমন পরিস্থিতির মধ্যে আজ অনলাইন পরীক্ষাবিষয়ক ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হলো৷


শেয়ার করুন

LEAVE A REPLY

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Please enter your comment!
Please enter your name here