ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর ১ম বর্ষ স্নাতক সম্মান (বিবিএ ৩১তম ব্যাচ) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে করা হয়েছে। এতে ১৬২ জনকে মৌখিক পরীক্ষার (Communication Assessment) জন্য ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার এ ফল প্রকাশিত হয়।
এক বিজ্ঞপ্তিতে আইবিএ কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার (Communication Assessment) আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে এটি শুরু হবে।
এর আগে সকাল সাড়ে ৭টার মধ্যে আইবিএ’র এক্সাম হলে (থার্ড ফ্লোর) প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র ও বিভিন্ন একাডেমিক সনদের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে।
এর আগে গত ৫ মে বেলা সাড়ে ৩টা থেকে দুই ঘণ্টার এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাবি ক্যাম্পাস ও আশপাশের কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়।