ঢাবির আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছে ভূতত্ত্ব বিভাগের রুবায়েত হাসান সামির এবং সাধারণ সম্পাদক হয়েছে একই বিভাগের শিক্ষার্থী শেখ তৌহিদুজ্জামান রাহিক।
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
এক সাক্ষাতকারে রুবায়েত হাসান সামির বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা-কে এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এর সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন ভাই এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এমন দায়িত্ব দেওয়ায়।আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাবো। আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।
সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান রাহিক বলেন,পূর্বেও ছাত্রলীগের জন্য কাজ করেছি এখন নতুন এই দায়িত্ব আমাকে ছাত্রলীগের প্রতি আরো দায়বদ্ধ করেছে।