শিক্ষামন্ত্রীর প্রশংসায় ঢাবির মুহসীন হল ছাত্রলীগ

244
শেয়ার করুন

রিফাত রহমান সাদিত

বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত
“বঙ্গমাতা, যে মায়ের চির মমতা আমার অঙ্গে মাখা”
শীর্ষক উন্মুক্ত বক্তব্য প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি বলেন,”আমি যখন এসেছি তখন ব্যতিক্রম দুটি বিষয় লক্ষ্য করলাম।প্রথম ব্যতিক্রম,আমি যখন গাড়ি থেকে নেমেছি প্রথমেই যেই স্লোগান গুলো শুনলাম তার জন্য মুহসীন হল ছাত্রলীগকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।তার কারণ হলো,আজকে অনেকদিন পর স্লোগান গুলো শুনে আমার মন ভরে গেছে”
তিনি আরো বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্রলীগ ইউনিট একটি সৃজনশীল ইউনিট।
দ্বিতীয়ত তিনি বলেন,”বঙ্গমাতার বিভিন্ন সময়ের চিত্র টিএসসির উন্মুক্ত পরিবেশে প্রদর্শিত করার বিষয়টিও তার বেশ ভালো লেগেছে।”এজন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে মুহসিন হল ছাত্রলীগের সভাপতি জনাব শহিদুল হক শিশির তার সামাজিক মাধ্যম ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিগত দিনে দেওয়া এসব স্লোগান তুলে ধরেন।স্লোগান গুলো এরকম,

*এক নেতা, এক দেশ,
বঙ্গবন্ধুর বাংলাদেশ।

*বাংলাদেশের অপর নাম, শেখ মুজিবুর রহমান।

*বঙ্গবন্ধুর ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতা।
বঙ্গবন্ধুর ঘোষণা, আমাদের স্বাধীনতা।

*মুজিব মরলে হয় না শেষ, মুজিব মানেই বাংলাদেশ।

*পদ্মা-মেঘনার দুই তীরে, মুজিব তুমি আসবে ফিরে।
*রাখালিয়া বাঁশির সুরে, মুজিব তুমি আসবে ফিরে।
*আমার সবুজ ক্যাম্পাসে, মুজিব তুমি আসবে ফিরে।
*ছাত্রলীগের হাত ধরে, মুজিব তুমি আসবে ফিরে।
*ধানসিঁড়ির ঐ নদীর তীরে, মুজিব তুমি আসবে ফিরে।

*আমরা সবাই মুজিব হবো, সোনার বাংলা গড়ে তুলবো।

*শক্তি-সাহস-দৃঢ়তা, অনুপ্রেরণায় বঙ্গমাতা।

*শেখ হাসিনার পথ ধরো, সোনার বাংলা গড়ে তোলো।
*শেখ হাসিনার পথ ধরো, মাদক-সন্ত্রাস দূর কর।
*শেখ হাসিনার পথ ধরো, দুর্নীতি রোধ কর।

*ওয়াজেদ জয়ের পথ ধরো, শিল্প বিপ্লব সফল করো।

*শেখ হাসিনার শক্তি, তারুণ্য-মেধা-প্রযুক্তি।

*শেখ হাসিনার প্রতিজ্ঞা, নারী অধিকার রক্ষা।

*শিক্ষা নিয়ে গড়ব বেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।

*শেখ হাসিনার দুই নয়ন, টেকসই উন্নয়ন।

*খেলা ধুলা করবো, মাদক-সন্ত্রাস রুখব।

*বেশি বেশি গাছ লাগান, সফল করুন ডেল্টা প্লান।
*শেখ হাসিনার আহ্বান, বেশি করে গাছ লাগান।

*মানবতার শেখ মুজিব, মানবতায় ছাত্রলীগ।

এক সাক্ষাতকারে শহিদুল হক শিশির বলেন,বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সৃজনশীন চিন্তা ভাবনা করে থাকে।নতুনত্বের উদ্ভাবন,মননশীল চিন্তা এবং সৃজনশীল কাজের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য সে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।


শেয়ার করুন

LEAVE A REPLY

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Please enter your comment!
Please enter your name here