বাবুল সরকার সম্পাদিত “শেখ হাসিনা,বাঙালির বিশ্ববীক্ষণ” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

41
শেয়ার করুন

উদীয়মান কবি ও লেখক মোঃ বাবুল সরকার সম্পাদিত “শেখ হাসিনা,বাঙালির বিশ্ববীক্ষণ” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।একাত্তর প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি,) বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলোনায়তনে বইটির মোড়ক উন্মোচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর মোঃ আবদুর রশীদ।অন্যান্য অতিথীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ড.দুলাল কৃষ্ণ সাহা, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, জনাব মাকসুদ আলম ডাবলু, জনাব মোঃ আবু মুসা এবং জনাব রুদ্র সাইফুল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ এইচ এম লোকমান(যুগ্ম-সচিব,সচিব,বাংলা একাডেমি)
উল্লেখ্য,শূন্য দশকের একজন লিটলম্যাগ কর্মী,যেসব স্বপ্নবান তরুণের হাত ধরে বাংলাদেশের সাহিত্য জগতে লিটলম্যাগ আন্দোলন তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে, মােঃ বাবুল সরকার তাদের মধ্যে অন্যতম। কবিতা লেখার মাধ্যমে সাহিত্য জগতে বিচরণ শুরু করলেও গদ্য সাহিত্যে অনন্য অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ইতােমধ্যে তার একাধিক গ্রন্থ পাঠকপ্রিয়তা অর্জন করেছে।বীর মুক্তিযােদ্ধা পিতার সন্তান মােঃ বাবুল সরকার ২০০০ সালে এসএসসি পাশ করেন মির্জাপুর উচ্চ বিদ্যালয় থেকে।জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসি পাস করেন ২০০২ সালে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এরপর এলএলবি সম্পন্ন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে।মােঃ বাবুল সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।


শেয়ার করুন

LEAVE A REPLY

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Please enter your comment!
Please enter your name here